“সুখে থাকো”!—
বলে পাখি,
বলে ফুল |
কাকে বলে?
এখন বাতাসে
শীত,
এখন মাটিতে
শীত |
ফুটপাথের ন্যাংটো ছেল,
তার শীত নেই
কিন্তু খিদে আছে ;
কিংবা খিদে তার শীতকেও
চায়
গিলে খেতে…
পাখি দূর থেকে
তাকে দেখে,
ফুল দূর থেকে
তাকে দেখে |
তারপর
পাখি উড়ে যায়,
তারপর
ফুল যায় ঘুমুতে |
সুখে থাকার পৃথিবী
পড়ে থাকে
কালো মানুষের স্বপ্ন,
ছেঁড়া কাঁথা গায় দিয়ে
ধূলোয় |
অনেক দূর থেকে
বাতাসে তখনও শব্ দ
ভেসে আসে :
“সুখে থাকো” |
আর গন্ধ ভেসে আসে,
ভাতের |