শীতের বিকেলে বন্ধ করেছ দরজা
বাউল বাতাস ঢুকবে বলে,
হিম পরশে করোনা মনকে শীতল প্রিয়ে
রাখো উষ্ণতার চাদরে জড়িয়ে।
হিমেভেজা হৈমন্তী মন নিলজ্জ বেহায়া,
অনাদর অবহেলা উপেক্ষা করে
ফিরে পেতে চায় অনুরাগের মুঠো সুখ !
তবুও কেন কে জানে খুচরো অভিমানে
পায়না তোমার ছায়া, শীতলতার আলিঙ্গনে।
অশ্রু বিলাপে মৌন বিষাদে
কায়া মনে তোমার ঘুণ ধরেছে
পরিবর্তনের আদরে ।
শীতের চাদরে তাই রেখেছ মুড়ে নিজেকে
অচেনা প্রেমের আলিঙ্গনে, অনাবাসী খামারে।
কত সহজেই তুমি ভুলে গেলে
চেনা উষ্ণতার ছোঁয়া !
ভালোবাসার ঘ্রাণ হৃদয়ে পূর্ণ করে ,
প্রেমের জোয়ারে ভাসিয়ে হৃদয় মধুবনে
বেচেঁ থাকব;
বেচেঁ থাকব তোমার উত্তাপহীন মেঘ মনে।