হিম ধরা শীত যেই না নামে
হাড় কাঁপানো ভয়,
কুয়াশাতে চারপাশ ঢাকে
আঁধার করে রয়।
শিশির ঝরে টাপুর টুপুর
সিক্ত করে ঘাস,
শীতকালটা সবার জন্য
হয়না সুখের বাস।
ধনী ঘুমোয় লেপের ওমে
গরিব মনে ত্রাস,
নেইকো তাদের গরম জামা
অভাব বারো মাস।
ধনীর আছে গরম পোশাক
ভালো খাবার খায়,
ছেঁড়া কাঁথায় ক্ষুধার জ্বালায়
দুঃখীর কাটে হায়!
আছে যাদের অনেক কিছু
একটু করলে দান,
মানবতার ধর্ম মানলে
বাঁচবে কত প্রাণ।