শীতের সকাল হিমেল বাতাস বয় ধেয়ে,
কুহেলিকায় ঝাপসা আলো যায় ছেয়ে।
শিউলী চলে খেজুর রসের বাঁক নিয়ে,
হাটের পথে বেচবে সে রস মন দিয়ে।
আগুন পোহায় গরিব যত কাঠ জ্বেলে,
শ্রমিক চাষি দলে ভিড়ে কাজ ফেলে।
শিশির ভেজা ঘাসের ডগায় রোদ পড়ে,
ঝিলিক তোলে রবির হাসি সুখ ভরে।