যতটা বিশ্বাস বুকে সূর্যের স্বর্গ ছেড়ে
পৃথিবীর মর্ত্যে আগমন ,
ততটা বিশ্বাসে গড়ো — অমৃতসন্তান তুমি —
সমূহ উদ্বাস্তু বাষ্পে বৃষ্টির সবুজ আবাস ।
পরিচয় যা হয়েছে থাক থিতু থাক
কাল হবে পরিচয় আবারও আবার ।
সভ্যতার মুনাফা সিন্দুকে
আটকে আছে ভরপেট ক্ষুধার জাহাজ ।
যুদ্ধের রাজরোগে শতাব্দী ক্ষয়ে ক্ষয়ে
শীর্ণ হলো উত্তরের আয়ু ।
কচ্ছপ -খোলসে পোরা শান্তির হাঁটি হাঁটি পা ।
শীতের সকাল চুঁয়ে খেজুরের রস
তবু মৃত্তিকার মমতা ভোলে না ।