আজকে যারা সবুজ শিশু কালকে দেশের বল
বাড়বে ওরা যতন পেলে মেলবে শতদল
কুসুম কোমল শিশুমন যে কাঁদা মাটির ঢেলা
সযতনে গড়লে তাদের মিলবে সুবাস মেলা
দুঃখের কথা বলতে আসে চোখ ভরে জল
শিশু নির্যাতন,শিশু শ্রমিক আজ সর্বত্র কেবল
জঠরজ্বালা নেভাতে গিয়ে লেখাপড়া বাদ
গরীব-দুখীর মাথার উপর নেই ভরসার ছাদ
সুজন থেকে কুজন বেশী সারাটা দেশ ভরে
তল্পি গোছাতে ব্যস্ত সবাই ,দুখীরা থাকনা পড়ে
মানুষ হয়ে মানুষের মতন মানবিক আচরণে
জাগবে কবে মনের মাঝারে ,তাই ভাবি মনে
শিশুদের কথা ভাবতে এবার হবেই যে সবার
ওইসব শিশুর মাঝেই আছে ছোট্ট শিশু তোমার
তোমার শিশু,দেশের শিশু ভবিষ্যতের কান্ডারী
শিক্ষার আলোকে আঁধার সরাতে,হতে হবেদিশারী
দেশের ভাবী ভবিষ্যত ওরা যে অগ্রগতির দূত
যশের আলোক জ্বালাবে দেশে শান্তির দেবদূত
শিশুদিবসে ,নাও স’বে শপথ শিশুকে শিক্ষা দেবে
নতুন দিনের জয়টীকা আজ শিশুদের কপালে শোভে।