তালগাছেতে ঝুলছে দেখি
বাবুই পাখির বাসা
নিপুণ কলা কৌশলীতে
বানিয়েছে খাসা।
বাবুই পাখি দক্ষ শিল্পী
সুক্ষ দেখি কর্ম
ছানা তাদের বড় হবে
করে গলদ ঘর্ম।
বাবুই পাখির বাসাগুলি
উল্টো কলস মতো
ঝড়ের সময় দুলতে থাকে
বাতাস দিলেও যতো।
তালগাছেতে ঝুলছে দেখি
বাবুই পাখির বাসা
নিপুণ কলা কৌশলীতে
বানিয়েছে খাসা।
বাবুই পাখি দক্ষ শিল্পী
সুক্ষ দেখি কর্ম
ছানা তাদের বড় হবে
করে গলদ ঘর্ম।
বাবুই পাখির বাসাগুলি
উল্টো কলস মতো
ঝড়ের সময় দুলতে থাকে
বাতাস দিলেও যতো।