দুর্গা যাবেন বাপের বাড়ি,শিব পড়েছেন ফাঁপরে
বাঘ ছালে নয় সাজতে হবে নতুন জামা কাপড়ে,
শ্বশুর বাড়ি যাওয়া মানে তো একরাশ খরচ
বাপের বাড়ি যাওয়ার জন্য দুর্গার কি গরজ!
মনের কথা জানতে পরে দুর্গা বলেন হেসে
বছরে তো একবারই যাই নয় তো মাসে মাসে,
মাসে মাসে গেলে তোমার কি যে হতো দশা?
শুনে শিবের চোখে মুখে জাগে করুণ হতাশা।
থাকো না সারা বছর কে করেছে মানা?
বাপ তোমায় তাড়াবে সে কথা আছে জানা।
দুর্গা শুনে রেগে বলেন আমার মরণ দশা,
বাপের বাড়ি থাকব কেন একটি বছর বসা?
সার বছর যদি তোমার সেখানে রাখার গরজ,
তবে আমায় মাসে মাসে দিতে হবে রাহাখরচ।
শুনে শিবনেত্রে মহাদেব ত্রিকাল পানে চায়
পার্বতীর কাছে যে নিজের মান বাঁচাতে হায়।