“হৃদয় খানি পুড়িয়ে তবে
এলে সুখের শ্রাবণ,
আর কেন মন রইবে ঘরে
ভিজছে অনুক্ষণ। “
শ্যামল রঙের ঘনঘটা
কালো চাদর মুড়ে,
প্রাবৃট তলে বাদল খেলা
উদাস আকাশ জুড়ে।
সবুজ আঁচল শ্যামল উচ্ছ্বাস
ধানের আগা দোলে,
খ্যাপা হাওয়া তাথৈ তাথৈ
বাজে দ্রাম দ্রাম খোলে।
চকিৎ বিদ্যুৎ ঝঙ্কিত আজ
শ্রাবণ মেঘের বক্ষে,
বজ্রচকিত আলোর ঝলক
খেলে ত্রস্ত চক্ষে।
বৃষ্টি বলে আসবো ফিরে
আষাঢ় শ্রাবণ মাসে,
রাগ হয়েছে তাইতো বর্ষা
ঝরে না আর ঘাসে।
মিথ্যে তুমি বন্ধু আমার
কথার খেলাপ আজি,
গরম ভ্যাপসা ঘামের দিনে
ঝরতে নহে রাজি।
মনের ভিতর উথাল পাথাল
বৃষ্টি সোহাগ মাগে,
হঠাৎ দেখি ঝমঝমিয়ে
পড়ে বৃষ্টি রাগে।
মিয়া মল্লার গাইছে সুরে
টাপুর টুপুর রবে,
নূপুর পায়ে রিম ঝিমা ঝিম
শিঞ্জিনী ওই কবে।