শিক্ষালাভ টা করতে হলে
পড়াশোনা চাই,
পঠন লিখন রপ্ত হলে
শিখবে সবে ভাই।
পৃথিবীটা পাঠশালা যে
বলে জ্ঞানী জন,
দেখবে মত শিখবে তত
পড়ায় রাখলে মন।
শিক্ষা জ্বালে জ্ঞানের বাতি
আঁধার করে দূর,
অজ্ঞানতার খোলস ভেঙে
জ্বলে জ্ঞানের নূর।
শিক্ষা কাল যে সারাজীবন
মনে রেখো স্থির,
শিখতে পড়তে লিখতে হলে
মনটা হবে ধীর।
ভুবন জুড়ে ছেয়ে আছে
শিক্ষণীয় যা,
নিষ্ঠা ভরে নেবে শিখে
যেথায় পাবে যা।
আকাশ নদী গিরি পাহাড়
ঝর্ণা মরু বন ,
সবকিছুতেই খুঁজে পাবে
শেখার মত ধন।
ধৈর্য নিয়ে শিখতে হবে
ছন্দ মাত্রা তাল,
শুদ্ধ বানান লিখতে শিখে
ধরবে শিক্ষার হাল।
একাগ্রতায় যেজন শেখে
ঘুচে সকল দুখ,
শিক্ষা হলো অতুল রতন
জীবন ভরা সুখ।