আমাদের জীবনের গল্পগুলো আদিগন্ত
শব্দ মুখর প্রতিটি মুহূর্ত
যাপনের নির্ঝর অক্ষরে মিশে আছে
গল্পগুলো চারপাশের সুখ-দুঃখের তাপ-উত্তাপ মেখে
শাক পাতা নুন ভাতের ভাঙা উনুনের পাশে
ক্লান্ত শরীরে হাত পা ছড়িয়ে আছে
যেন অবদমিত ক্রুদ্ধ সময় সতর্ক দাঁড়িয়ে
শুধু অবক্ষয় দেখাই নয়
মুখ খুলতে চাইছে সকলের মুখোমুখি
কবিতার ভাষায় বলতে চাইছে সব কথা
যেন চারপাশের নিগূঢ় আঁধার পেরিয়ে
অগোছালো স্মৃতির গভীরে থাকা
হাসি-কান্না ও সুখ-দুঃখ
আর ক্ষত ও ক্ষোভগুলো চোখে চোখ রাখতে চাইছে
চাইছে নিজস্ব ছন্দে ও সুরে গান হয়ে ওঠতে
মর্মের গভীরে এখন তারই নিবিড় উন্মাদনা
আর বিশেষ কোনও মুহুর্তের প্রস্তুতির তৎপরতা
শিকড়ে শিকড়ে ছড়িয়ে পড়ছে ক্রমাগত
এই উচ্ছ্বল উৎসুক উন্মাদনা ও তৎপরতার
সম্ভাবনাময় স্বপ্নগুলো ও স্বপ্নময় শব্দগুলো
হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে প্রতিদিন
আমাদের লেখার টেবিলে এসে জড়ো হয়
আর কথাবলা ভাষার অক্ষর হয়ে ওঠার আর্তি নিয়ে
ক্রমশঃ কবিতা হয়ে ওঠে জীবনের গল্প ।