শালিক পাখির পাঠশালাতে
পক্ষী শিশু সবে,
হ য ব র ল নামতা পড়ে
দারুণ মুখর রবে।
কিচিরমিচির পাখির দলে
পড়ছে মাথা ঝুঁকে।
গাছের শাখে ব্ল্যাকবোর্ড ঝুলে
শিক্ষক লেখেন চকে।
ময়না টিয়া তোতার মেধা
বেশি সবার থেকে,
শালিক চড়ুই তাদের দেখে
শিখছে ঠেকে ঠেকে।
পন্ডিত মশাই শঙ্খচিল আর
বুড়ো শালিক হেড মাস্টার,
গল্পে মগ্ন দেখলেই চটে
মাথায় ঠুকেন ডাস্টার।
শিক্ষিত হতে পাখিরা সবে
চাইছে মনটা দিয়ে,
জীবন পথে জ্ঞানের আলো
ভরতে তাঁদের হিয়ে