শারদ আকাশ রয় সোনা রোদে ভরা,
ধরিত্রীর সাজ শোভা মনোমুগ্ধ করা।
জীমূতের আনাগোনা রোদ বৃষ্টি খেলা,
থরে থরে ভেসে চলে মেঘেদের ভেলা।
সমীরণে পুজো গন্ধ আনন্দিত ধরা
উষা কালে আঙিনাতে শেফালির ঝরা।
জলাশয়ে খালে ঝিলে পদ্ম কলি হাসে,
শালুক দোদুল দোলে নানা ঢঙে রাশে।
শীতল নীহার বিন্দু গাছে ঘাসে সাজে,
অর্ক দ্যুতির ছটায় মুক্তো সম রাজে।
ঢেউ খেলিয়ে বাতাস বহে কচি ধানে,
ভরা নদী জলে মাঝি সুখে বৈঠা টানে।
রূপে ভরা প্রকৃতিতে আনন্দের ধারা,
শারদ-লক্ষ্মীর তরে সবে আত্মহারা।
কাশ-গুচ্ছ জাগে রাশি মাঠে নদী কূলে,
মুখরিত চরাচর দুখ শোক ভুলে।
স্নিগ্ধ স্বচ্ছ রাতে নভে ওঠে চন্দ্র তারা,
দুর্গাপূজার উৎসবে সবে মাতোয়ারা।
কুমোর পাড়ায় শুরু প্রতিমার কাজ,
আনন্দের স্রোত ধারা বয় ভব মাঝ।