তাক্কুরাকুর নাকুর নাকুর বাজলো পুজোর ঢাক
পদ্ম হাসে শুভ্র কাশে শিউলি ফুলের ডাক।
আকাশ জুড়ে পেঁজা মেঘের তরতড়িয়ে ছোটা
পুজো এলো ঘরে ঘরে গিরি মাটির ফোঁটা।
সপ্তমীতে ঘট ডুবিয়ে অষ্টমী অঞ্জলি
নতুন পোশাক বনেদিআনায় চালকুমড়োর বলি।
নবমীতে সন্ধিপুজো বিষাদ বেলার বাঁশি
দশমীতে ঘুগনি নাড়ু বড্ড ভালোবাসি।
বিদায় বেলায় সিঁদুর খেলায় মা জননীর দল
বরণ করে বলল মাকে আবার আসবি বল।
মা কথা দেয় আসবো আমি এখন তবে যাই
তোদের মত এমন ভক্ত বল তো কোথায় পাই
জয় মা দুর্গা দুর্গতি হরো, দুর্গতিনাশিনী
রোজনামচায় আবার মা যে কৈলাস বাসিনী।
আমরা আবার দিনযাপনে ব্যস্ত পথযাত্রী
সঙ্গে রয়েছে অভয়দায়িনী শাম্ভবী বরদাত্রী।