শিশুদের ঢালঘরে ঢুকে পড়ে সন্ত্রাস
সন্ত্রাস উচ্ছেদে ছুটে আসে মিসাইল ,
পটাপট বোড়ে ছাই , তুরুপেরা বিন্দাস
আগামীর ঘ্রাণ মোছো কী এমন ফিনাইল !
খাগড়ার উলুক্ষেত চিরকাল উর্বর
যুদ্ধের উৎসবে সুদ বাড়ে বনিকের ,
কোনদিক ? কোনদিক ? গুনে চলে বর্বর
ভনিতার কূটকাঁচি লাশ কাটে ভাবুকের ।
কোনও দিক থাকে নাকি দিকহীন যুদ্ধের ?
প্রকৃতির পাখা পোড়ে পরাধীন আকাশে
মানবিক শব্দের , ওম ধ্বণিতন্ত্রের
শান্তির সুখ বসো , পিঁড়ি ভাসে বাতাসে ।