ভূ-প্রকৃতি ফুঁসছে যে আজ
দারুণ রুদ্র তালে,
হা-হুতাশে বাতাস ভারী
আকাশ অনল ঢালে।
গাছপালা সব কেচেগন্ডুষ
স্বার্থান্বেষীর হাতে,
মুনাফাখোর পাচ্ছে সন্তোষ
মরছে গরীব তাতে।
সবুজ ধরা থাকছেনা আর
বায়ূর দূষন বেড়ে,
লোভের রুটি সেঁকছে মানুষ
লোল জিহ্বা নেড়ে।
বাড়ছে যতোই অট্টালিকা
প্রহেলিকা ততো,
বিশ্বজুড়ে বাড়ছে উষ্ণায়নে
বিষের ফলটা তত।
বৃষ্টি,ঢালো শান্তির ধারা
সিক্ত করো ধরা,
শীতল ছোঁয়ায় তাপিত প্রাণ
বিহ্বল খুশি ভরা।