শরৎ শোভা মনোলোভা
আকাশ জুড়ে মেঘের খেলা,
দেখতে ভালো লাগে,
নানা ফুলে গাছের ডালে
মিষ্টি মধুর সুবাস ঢালে
মনে খুশি জাগে।
শিশির ভেজা ঘাসের পরে
ভোর বেলাতে শিউলি ঝরে
কুড়োয় ছোট্ট মেয়ে,
মালা গেঁথে পূজোর তরে
রাখে তাহা সাঁঝি ভরে
মাতা দেখেন চেয়ে।
রাতের বেলা আকাশ বুকে
হাসছে তারা মনের সুখে
ঝিলিমিলি করে,
কেয়ার ঝোপে জোনাক দলে
মিটি মিটি আলোক জ্বলে
দেখে মনটা ভরে।
টাপুর টুপুর বৃষ্টি ঝরে
ময়ূরী দল নৃত্য করে
শাপলা শালুক ফুটে,
নদীর পাড়ে কাশের ফুলে
হাওয়া পেলে নাচে দুলে
শিশুরা ধায় ছুটে।