বছর বছর শরৎ আসে
প্রকৃতির রূপ ডালিতে,
শারদলক্ষ্মী আসবে বলে
ভুবন সাজে কলিতে।
কাশের গুচ্ছ দোলায় চামর
নদী চর ও মাঠ পরে
পেঁজা তুলোর ভেলা ভাসে
নীলাকাশে খুব করে।
এই শরতে জীমূত বেজায়
বৃষ্টি ঝরার খুব বেলা,
ক্ষণিক পরেই রৌদ্র উজ্জ্বল
রামধনু রং ছায় মেলা।
শেফালিকা যায় না দেখা
শিশির বিন্দু নেই ঘাসে।
কুমুদ শালুক জলাশয়ে
খেলে নাতো আর রাশে।
মেঘগুলো হয় পরিযায়ী
ভেসে চলে দূর দেশে,
গগন মাঝে মেঘবালিকা
নেচে বেড়ায় নীল বেশে।