যাবার বেলায় একটু ছোয়ায় রাঙিয়ে দিয়ে তুমি গেলে
শুভ্র শেফালী রথে বকুল বিছানো পথে কি জানি কি ভালোবেসে এলে।
হৃদয় ছুঁয়েছ তাই তোমারই সুরে গাই নীল আকাশে ভেলা ভাসালে।
বর্ষা বিদায় নিলে শরতে যে দেখা দিলে কাশফুলে মায়া কত ঝরালে।
সন্ধ্যা অস্তরাগে বেহাগের সুর বাজে ঘরে ঘরে দীপ জ্বেলে দিলে।
মহাকালে ছেড়ে এলে মর্তবাসীর কোলে আদরের উমা নাম নিলে।
কত না সোহাগ মনে আনন্দ গানে গানে ঘরে ঘরে প্রাণ এনে দিলে।
আকাশে শরত শশী বাতাসে হিমেল খুশী কুসুমে শিশির বারি দোলে।
বরষার শেষ গানে শরতের মনে প্রাণে কি বারতা করুনায় দিলে।
বোধনের দিন গুনে মহালয়া আবাহনে কার আরাধনে প্রাণ দোলে।
যেও না নবমী নিশি থাকো শরতের শশী উমা মাকে ভালোবাসি বলে।
গ্রহ তারকাকে বলি যেওনা এখনি চলি অনাথ যে হব গো সকলে।।