শরতে অরূপ শোভা মন করে মনোলোভা
শতদল শালুকেরা হাসে,
গগনে মেঘের ভেলা ভেসে ভেসে করে খেলা
দীঘিতে পদ্মেরা ফুটে রাশে।
শিউলির সুবাস ভাসে শিশিরে ভেজা ঘাসে
রোদ লেগে মুক্তো দানা হেন,
হিমেল হাওয়া হেসে শরতেরে ভালে এসে
আলগোছে টুকি দেয় যেন।
নদী পাড়ে খালে ধারে কাশের চামর সারে
ছেলেমেয়ে খেলে খুশি মনে,
ঢাকের বাজনা বাজে প্রতিমা রঙেতে সাজে
শিল্পীর চোখেতে তৃপ্তি সনে।
আগমনী সুরে সুরে খুশিতে ভুবন জুড়ে
আনন্দের দোলা জাগে প্রাণে,
দনুজ দলনী মাতা অশুভ বিনাশে ত্রাতা
আসিতেছে বরাভয় দানে।