এস আমার হৃদে,ওগো শরণ তব মাগি ।
ঘরে আসন খানি পাতা,প্রভু তোমার লাগি।
বিশ্বে যত অনু পরমাণু,সবই তোমার মহিমা,
তবু নিদয় তুমি চাও না মোরে,প্রকাশিছ গরিমা ।
অনির্বাণ এ দুঃখ তিমির মাঝে ,
তোমার স্নিগ্ধ পরশ লাগি,হৃদয় বীণা বাজে।
অনন্ত এই সাগর মাঝে দুঃখ সুখের পারাবারে।
সর্ব লোকে,সর্ব কালে,তোমার জয়ধ্বনি করে ।
প্রভু তোমার আসন পাতা আছে,
দীন জনে টানো তোমার কাছে ।।
হৃদয়েতে ঠাঁই করিনি বলে,
ছল করে কি দুঃখ মোরে দিলে?
নীল আকাশে কম কি হতো নীল?
উড়তো নাকি নভে শংখচিল?
তোমার আমার মিলন মেলা
পূর্ণ হবে যেথা,প্রভাত বেলার সুর্য
সোনার রং এ ভরে যেত সেথা ।
ছন্দ পতন কেন জানি না ।
সুর, লয় ,মীড় ,তাল মিলে না ।
অনন্ত এই সাগর মাঝে আনন্দের ই পরম ক্ষনে দুঃখ বীণা বাজে ।।
প্রভু তোমার আসন পাতা আছে
দীন জনে ,টানো তোমার কাছে।।