শম্পা দে
লেখিকা পরিচিতি
—————————
নাম : শম্পা দে
শম্পা দে’র জন্ম হুগলি জেলার পুরশুড়া থানার অন্তর্গত বাখরপুর গ্রামে ১৯৮২ সালে। পিতা শম্ভুনাথ ঘোষ ও মাতা কল্যাণীর স্নেহছায়াতে বেড়ে ওঠা শম্পা প্রথমে ভাঙ্গামোড়া সারদামণি বালিকা বিদ্যালয় ও পরে কে এন সি এম স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সসম্মানে উত্তীর্ণ হয়ে কলা বিভাগে স্নাতক হন হরিপালের বিবেকানন্দ মহাবিদ্যালয় থেকে ।ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ ছিল, অল্পবিস্তর কলমের আঁচড় লাগত কোড়া কাগজের বুকে। তা ছিল নিতান্তই খেয়ালি মনের কথা। আকাশ দে’র সাথে বিবাহসূত্রে আবদ্ধ হয়ে পুত্র সন্তান দীপবিজয় একটু বড় না হওয়া পর্যন্ত এই অনুরাগে ভাটা লাগে। পরবর্তী সময়ে মনের ইচ্ছেতে কলম তুলে কিছু সৃজন সৃষ্টির নেশাতে মেতে ওঠেন। যতদিন গেছে নিয়মিত চর্চা শম্পার কলমকে করে তুলেছে ক্ষুরধার। শম্পার কলম আজও সাহিত্যের বহতা নদীতে তরঙ্গের সৃষ্টি করে ।
লেখিকার সৃষ্টি
যবনিকা || Shampa Dey
পচা দুর্গন্ধ জামা রাতের কিনারেআজও মিথোজীবী স্বপ্নেরা হেঁটে যায় শব্দের
অভিশপ্ত ভালোবাসা || Shampa Dey
কলজে ছেড়া এক তীব্র প্রতিবাদগর্জে উঠেছে অব্যক্ত স্মৃতির মন্দিরে,আঁধারের চাদর
ইমারত || Shampa Dey
নোনালাগা হৃদয়ের বিস্তীর্ণ ঊষর ভূমিতে আমার ইমারত,সেখানে স্বপ্নবিলাসীদের প্রবেশ নিষেধ,সুউচ্চ
অন্তঃকরণে || Shampa Dey
বিদায়ের সানাই বাজে অন্তঃকরণেচলে যাব ভেবেছি কতবার,কয়েক শতক করেছি পার,পাহাড়-সমুদ্র
গ্রন্থাগার || Shampa Dey
গ্রন্থাগার, তুমি অতীত ইতিহাসের স্মৃতিকেসযত্নে বক্ষে জড়িয়ে রাখো।অসীম জ্ঞানের আধার
তুমি নেই তাই || Shampa Dey
তুমি নেই তাই ;শহর আজ মৃতপ্রায়,শোনা যায় নিপীড়িত মানুষেরআর্ত ক্রন্দনধ্বনি।
রিক্ত হৃদয় || Shampa Dey
ঘুণ ধরেছে সম্পর্কের শাখা-প্রশাখায়,উদভ্রান্তের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেনিষ্পাপ ভালোবাসার
ছন্নছাড়া || Shampa Dey
এই আছি বেশছন্নছাড়া, উড়নচণ্ডীকখনও অশান্ত শ্রাবণ,,,ধুলো জমা ডায়েরিআর সাদা ক্যানভাসেকরছি
সুখের বাসা || Shampa Dey
বাসা আমার ছোট্ট বড়ইঅভাব কিছুই নাই।তোমরা কেমন দেখবে এসেসুখ নিয়েছে
তবু মনে রেখো || Shampa Dey
আমায় মনে রেখোএকাকিত্বের মাঝে অথবাসকল কাজের অবসরে।মনে রেখো আমায়তোমারে বেসেছি
নক্ষত্র পতনে || Shampa Dey
সময় স্রোতে যাচ্ছে ভেসেকাগুজে নৌকা ভ্রমণ শেষে,চাওয়া পাওয়া ইচ্ছা-স্বপনশ্রান্ত আঁখিতে
তোমাকে ভালোবেসে || Shampa Dey
তোমার কাছে চাইনি কিছুইশুধুই রেখে যেতে চাই জীবনের ফেলে আসাকিছু
বৃষ্টি ও আমি || Shampa Dey
বৃষ্টি পড়ে সবুজ ঘাসেবৃষ্টি আসে মনে।বৃষ্টি ভেজায় হৃদয় আমারঅতি সংগোপনে।।