এক আঙুল ষোড়শী স্মৃতির ঢেউ
বিনিদ্র ভেসে ভেসে
সুদীর্ঘ আনন্দের এক নদী গান হতে পারে ।
মনে করলেই মেঘ ,
মেঘ গলে গলে বৃষ্টি ,
বৃষ্টির বীজে সবুজের আজানু বিস্ময় !
দৃশ্য আসে দৃশ্য ভাসে দৃশ্যে উরি ধান ,
দৃশ্য পাশে দৃশ্য ঘাসে দৃশ্যে শুভ বান ।
মনে রাখার চুম্বক সম্মানে
আলুথালু আলতা ছোপ ভুলে ,
সময়ও থমকে থাকে
কার্নিসের বট মুষ্টি মূলে ।
বিফলতা সফলতা ছুঁয়ে
শব্দ- রথ হেঁটে যায়
অবিচল কবিতার পথে ।