যাকে ভালো বলতাম সেও ভালো না
যাকে খারাপ বলতাম সেও ভালো না;
যাকে জানিনা সেও ভাল না
যাকে জেনেছি সেও ভালো না;
তাহলে ভালোটা কে ?
জানিনা।
তবে এটুকু জানি;
ভালো শব্দ টা এখন নিরুদ্দেশ
আর কয়েকদিন পরেই
ভালো শব্দটির মৃত্যু ঘটবে।