জানালার ওপারে রোদ
মাটি ছুঁয়েছে আলো
স্মৃতি-রেখা বেয়ে উঠছে নামছে স্বপ্ন…
স্বপ্ন মানে দৃশ্যান্তর যাপন
দৃশ্যান্তরের ভেতর কিছু দমকা হাওয়ার
কাঁপনের চমকানো ছবি
আর শূন্যতার সাঁকো পেরোনোর দহন মুহূর্ত
জানালার ওপারে চাঁদ
রাত্রি ছুঁয়েছে জোছনা
নদী স্রোতে প্রবহমান ঢেউ …
ঢেউ মানে অনন্ত জীবন
জীবনের নিভৃত গানের কিছু সম্ভাবনাময় সুর
সৃষ্টির আত্মবিশ্বাস
ও ঘুরে দাঁড়ানোর নির্ভিক উচ্চারণ
যাপনের অন্তরঙ্গ দিনগুলো রাতগুলো
ছুঁয়ে থাকে সত্য ও সুন্দরের সমস্ত মুগ্ধতা
ও নিখুঁত অক্ষরের শব্দমিথ
আর নির্বিকল্প চোখে প্রশ্নচিহ্নের মতো অধীর অপেক্ষা ।