কাল সারারাত বৃষ্টি ঝড়েছে ভারি মিষ্টি,
তৃপ্তি এনেছে মননে প্রকৃতির শৈল্পিক সৃষ্টি।
সারারাত কবিতাকেই প্রেয়সী ভেবেছি-
বাতায়নে বসে হৃদয় জমিনে প্রেমরস পেয়েছি ।
ধুঁয়ে,মুছে গেছে দিনান্তের যত ক্লেদ,আবর্জনা-
শ্রাবনের বর্ষণে শুধুই শুনেছি ছন্দের মূর্ছনা,
নয়নে নয়ন রাখি এঁকেছি ভগ্ন হৃদয়ে আলপনা
থাক বেঁচে ভাঙা বুকে মিথ্যার এ মধুর কল্পনা।