কবিতা বলো কিংবা অ-কবিতা,
আমি মনের কথা লিখবোই।
শব্দ দিয়ে আঁকবো ছবি সব,
চিত্রকরের তুলি আমার কলম,
রঙ হবে শব্দগুলো,
আর ক্যানভাস আমার মনাকাশ।
কবিতা বলো কিংবা অ-কবিতা,
মনের ভাবনা মেলে ধরবোই।
আঙ্গিক হবে সোজাসাপ্টা,
ভাষা হবে সহজ-সরল,
বনেদী ছন্দ হতেই হবে!
দিব্যি কোথায় দেওয়া আছে?
কবিতা বলো কিংবা অ-কবিতা,
ভাবনা আমার ডানা মেলবেই।
কলম চলবে সাধারণের জন্য,
শব্দ – ভারে বাহবা চাই না,
চাই না অবুঝের গতে বাঁধা প্রশংসা,
সাধারণ হয়েই থাকতে চাই।
কবিতা বলো কিংবা অ-কবিতা,
কলম আমার চলবেই।
কার কথায় কী আসে যায়,
নিজের শান্তি আসল কথা,
অশান্তিতে থেকে কী আর,
কাউকে খুশি করার দায় আমার?