মনটা কেমন হয়ে যায় – না ?
তাই তো করিনা কোন বায়না।
ভাসিয়ে দিই সকল চাহিদা
খাতায় লিখছি বুভুক্ষু ক্ষুধা।
দেহটা আজ অসার, অক্ষম
শারীরিক খিদে মরে মোক্ষম –
দিনের শেষে,একা এখন – তো,
লিখবো উপন্যাস এক আস্ত ।
শেওলা ভরেছে যত্নের বাড়ি
শিকেয় উঠেছে সাধের হাঁড়ি,
তুমি গেছো নতুনের সন্ধানে
আজ আমি নেই কোন বন্ধনে।
ভাবো এ আমার অহংকার
সংসার নির্বাক , নিরাকার,
এখন আঁধার তো ভালো লাগে
ক্লান্তিতে স্মৃতির মাধুকরী জাগে।
তুমি তো অন্য উনুন বানাও
ভাত ও ব্যঞ্জন তোফা খানাও?
আমি সব দেখি খুদার্থ চোখে
এখনও কি পেটে আছে খিদে ?
কাঁটার ভয়ে ও ফুলের বনে-
যাই না তো আর মধু আননে,
অলক্ষ্যে বসে লিখি ওই নাম
তুমি আজও প্রিয়া- শবনম।