ভাদ্রের দুয়ে পূর্ণিমা আজ
রাখি উৎসব রবে,
ছোট্ট বনু বাঁধবে রাখি
উপহার কই কবে।
দেবে আশ্বাস রক্ষা করার
জঙ্গল রণে বনে,
বোনের লাগি দাদার আদর
থাকবে হৃদয় মনে।
প্রীতি বন্ধন রাখির ডোরে
শপথ প্রতীক ধরে,
মিষ্টিমুখে হাসি খুশি
আনন্দেতে ভরে।
রবি কবি চালু করেন
ভাতৃত্বটি রাখে,
বঙ্গ ভঙ্গের সময় প্রচার
ভালোবাসায় ঢাকে।
পশুত্বকে নাশো তোমরা
রেশম বাঁধন ডোরে,
সম্প্রীতির ওই উৎসব জানো
পুব আকাশের ভোরে।
ধর্ম বর্ণ নির্বিশেষে
রাখি বাঁধো হাতে,
আত্মত্যাগের অবদানে
উঠবে জ্বলে প্রাতে।