কি সুন্দর নাম! “শপথ দিবস”!
কত প্রতিশ্রুতির আশ্বাস,
বুকভরা অফুরন্ত সজীব
একরাশ পুষ্পস্তবকের বিশ্বাস।
আনন্দ,হাসি ,গান আর আলোময় কল্পনা
আশ্চর্য সুন্দর ভালোলাগা—
কত মান অভিমান
কত পবিত্র ভা-লো-বা-সা!
দিন প্রতিদিন ক–ত অঙ্গীকার,
কত অবুঝ মন দেওয়া নেওয়া
কত শত ছোট্ট ছোট্ট সুখের খেয়া বেয়ে—-
অজানার পথে পাড়ি দেওয়া!
আলোক-ঝর্ণায় কত স্বপ্ন-স্নান;
আহা কি খুশি,কি অন্তহীন অনাবিল সুখ
ছোট্ট চাওয়ায় অনেক পাওয়ার
বুকভরা তৃপ্তির শ্বাস-প্রশ্বাস।
এই তো জীবন,এই তো বিশ্ব-সেরা প্রাপ্তি।
সব ই ছিল জেগে জেগে দেখা স্বপ্ন
কিছুই সত্য নয়,সব ই এক অভিনব ফাঁকি!!!