রূপে গুণে অপরূপা শতনামে বিভূষিতা মহিয়সী নারী,
উপনিষদে ,ইতিহাসে ,অলঙ্কৃত কাব্যকথায়,
যুগে যুগে বিরাজিতা সমাদৃতা তুমি
নারী।
তুমি যাজ্ঞসেনী ,সীতা ,অহল্যা,
কুন্তী,তারা,জবালা ,দ্রৌপদী,
মন্দোদরী মহা সতী,
তুমি কাত্যায়ণী,দ্রাক্ষাণী কমলা
তুমি তুলসী তলে সকলের কল্যাণে প্রদীপ জ্বেলে করো শঙ্খধ্বনি,
তুমি শ্রীময়ী কল্যাণী গৃহলক্ষ্মী
মৃত পতির জীবন বাঁচাতে গাঙুরের জলে কলার মান্দাসে ভেসে যাওয়া বেহুলা সতী
তুমি কৃষ্ণপ্রেমে ভিখারিনী রাজরানী মীরা
তুমিই কৃষ্ণের হ্লাদিনী শক্তিরূপে শ্রীরাধা
নিধুবনে শ্যামের সনে হোলি খেলায় বিনোদিনী রাঈকিশোরী
ত্যাগ, তিতিক্ষায় স্থৈর্যে ধৈর্যে কত না পরীক্ষা দিয়েছো তুমি নারী
অন্ধ স্বামীর কারনে আপন পদ্ম আঁখিতে বেঁধেছ কালো কাপড়
তুমি স্নেহের পরাকাষ্ঠা গোপাল জননী নন্দলাল ঘরনী
মাতৃত্বের মহিমায় মহিমান্বিতা যশোদা
তুমি অন্যায়ের প্রতিবাদে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া অগ্নিকন্যা মাতঙ্গিনী
তুমিই কণকলতা,প্রীতিলতা
তুমি ফ্লোরেন্স নাইটিঙ্গেল ,
সেবায় মমতাময়ী মাদার টেরিজা
শিক্ষার আলোক জ্বালাতে তুমি লোপামুদ্রা,খনা ,গার্গেয়ী, ভগিনী নিবেদিতা
তুমি জগতের কুসংস্কারের মূর্ত প্রতিবাদী সত্ত্বা রাণী রাসমনি,
শুচিস্মিতা করুনাময়ী সর্বজনে সমান ভাবনায় জননী সারদা
নারী! তোমার প্রতিটি রূপের প্রতিটি নামের মাঝে তোমার গৌরবময় উজ্জ্বল সাক্ষর!