শংকর ব্রহ্ম
লেখক পরিচিতি
—————————
নাম – শংকর ব্রহ্ম
শংকর ব্রহ্ম – ১৯৫১ সালের ২রা মার্চ, কলকাতায় জন্মগ্রহণ করেন । পিতা ঁহরলাল ব্রহ্ম এবং মাতা ঁগীতারাণী দেবী।
ছাত্র জীবন শুরু হয় তার নাকতলা হাই স্কুলে। কলেজ জীবন কাটে সাউথ সিটি কলেজ বা হেরম্ব চন্দ্র কলেজের দিবা-বিভাগে, সেখান থেকে তিনি বানিজ্যে স্নাতক হন। তার ছেলেবেলা কাটে (৪/৮১ নম্বর) বিদ্যাসাগর কলোনীতে (কলকাতা – ৭০০ ০৪৭)। কর্মজীবনে তিনি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং প্রধান-শিক্ষক হয়ে অবসর গ্রহণ করেছেন ২০১১ সালে। বর্তমানে তিনি বাস করেন গড়িয়ার কেন্দুয়ায় (৮/১ আশুতোষ পল্লী, কলকাতা – ৭০০ ০৮৪.) এই ঠিকানায়।
১৯৭০ সালের শুরু থেকেই তিনি সাহিত্য চর্চায় মেতেছেন। তখন তিনি সাউথ সিটি কলেজে পড়েন। দেশপ্রিয় পার্কের ‘সুতৃপ্তি’ রেস্টুরেন্ট এবং রাসবিহারীর এভিনিউর ‘অমৃতায়ণ’ তখন রবিবার সকাল দশটা থেকে সাহিত্যের আড্ডা হতো, সেখানে নিয়মিত যেতেন তিনি। সেখানে তার সঙ্গে অনেক স্বনামধন্য কবি-সাহিত্যিকের পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। দীর্ঘ সাহিত্য-জীবনে তিনি সান্নিধ্য লাভ করেছেন – অন্নদা শংকর রায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, শিব নারায়ণ রায়, অমিতাভ চৌধুরী, পবিত্র সরকার, সমরেশ বসু, অরুণ মিত্র, সুশীল রায়, নারায়ণ গাঙ্গুলী, যজ্ঞেশ্বর রায়, নীহার রঞ্জন গুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, হেমাঙ্গ বিশ্বাস, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কিরণশংকর সেনগুপ্ত, সুনীল গাঙ্গুলী, শক্তি চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দীপক মজুমদার, প্রণবেন্দু দাশগুপ্ত, পবিত্র মুখার্জী, দিব্যেন্দু পালিত, সত্যেন্দ্র আচার্য, সমীর রক্ষিত, ফণিভূষণ আচার্য, তুলসী মুখোপাধ্যায়, সজল বন্দোপাধ্যয়, দেবাশিষ বন্দ্যোপাধ্যায়, শিবতোষ ঘোষ, অমর মিত্র,শ্যামলকান্তি দাশ, সিদ্ধার্থ সিংহ, গৌতম চ্যাটার্জী ( মহীনের ঘোড়াগুলি) প্রমুখ।
তার প্রকাশিত লেখার সংখ্যা শ’পাঁচেক-এর বেশী। তিনি প্রায় শতাধিক পত্রিকায় তিনি লেখেন। যাদের মধ্যে উল্লেখনীয় “দৈনিক বাংলা স্টেটসম্যান”, “পুরশ্রী”, “প্রসাদ”, “ঘরোয়া”, “বিকল্প বার্তা” (শারদীয়া সংখ্যা – ১৪২৯), শব্দ সাঁকো, স্বয়ংসিদ্ধা, অমেয়, দৈনিক দেশজগত, বঙ্গীয় সাহিত্য দর্পণ, শব্দনগর, উদ্ভাস, শব্দ লেখা, নীলকমল, বোধগম্য, অচিন পাখি, স্বরধ্বনি পত্রিকা, সৃজাম্যহম্ , খেয়ালী খাম, সর্বজয়া পত্রিকা,পরিচয় পত্রিকা, কাব্যতরী, কাব্যপট, ইলশে গুঁড়ি, সাময়িকি (নরওয়ে থেকে প্রকাশিত), আশ্রম (অটোয়া থেকে প্রকাশিত) প্রভৃতি।
এ’ছাড়া রয়েছে সমরেশ বসু সম্পাদিত “মহানগর”, “শিবনারায়ণ রায়” সম্পাদিত “জ্ঞিসাসা”, কিরণ শংকর সেনগুপ্ত সম্পাদিত “সাহিত্য চিন্তা”, পবিত্র মুখোপাধ্যায় সম্পাদিত “কবিপত্র” প্রভৃতি পত্রিকা। কবি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে রয়েছে “সারা বাংলা কবিসন্মেলন” (১৯৭৮)-য়ে তরুণদের [জুনিয়ার্] মধ্যে প্রথম পুরস্কার (সেবার শক্তি চট্টোপাধ্যায় অগ্রজদের [সীনিয়র্] মধ্যে প্রথম পুরস্কার পান), “সময়ানুগ” (১৯৭৯) প্রথম পুরস্কার, “যুব উৎসব” (১৯৮০)-এর পুরস্কার এবং তারপর আরও অন্যান্য বহু পুরস্কার পেয়েছেন তিনি।
কবি শংকর ব্রহ্মর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “তোমাকে যে দুঃখ দেয়”, “স্মৃতি তুমি আমাকে ফেরাও”, “যাব বলে এখানে আসিনি”, “আবার বছর কুড়ি পরে”। এই কাব্যগ্রন্থগুলি বর্তমানে নিঃশেষিত,পাওয়া যায় না।
কবি “শব্দব্রহ্ম” ও “সাহিত্য সংহিতা” দুটি গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক। বর্তমানে তিনি “সাম্প্রতিক সাহিত্য” ও “স্টোরি এন্ড আর্টিকেল” গ্রুপের এডমিন।
শংকর ব্রহ্মের কবিতার বৈশিষ্ট্য হলো তাঁর কবিতায় লৌকিক প্রেমের পাশাপাশি স্বর্গীয় প্রেম, প্রভু, প্রেমাস্পদ ও প্রশংসিত ব্যক্তি সম্পর্কিত বিষয়বস্তু এবং আশাবাদ। তাঁর কবিতাগুলোতে বিরহ-বিচ্ছেদের কষ্ট থাকলেও, তিনি বিশ্বাস করতেন যে এই কষ্ট স্থায়ী নয়।
এখানে শংকর ব্রহ্মের কবিতার কিছু বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো:
প্রেম ও আধ্যাত্মিকতা:
শংকর ব্রহ্মের কবিতায় লৌকিক প্রেমের পাশাপাশি আধ্যাত্মিক প্রেমের গভীরতা লক্ষ্য করা যায়। তিনি তাঁর কবিতায় প্রভু, প্রেমাস্পদ ও প্রশংসিত ব্যক্তি সম্পর্কিত বিষয়গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
আশাবাদ:
শংকর ব্রহ্মের কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আশাবাদ। তাঁর জীবনে দুঃখ-কষ্ট থাকলেও তিনি বিশ্বাস করতেন যে সবকিছু ভালো হবে।
বিরহ-বিচ্ছেদের কষ্ট:
শংকর ব্রহ্মের কবিতায় বিরহ-বিচ্ছেদের কষ্টও প্রকাশ পেয়েছে। তবে, তিনি এই কষ্টকে স্থায়ী মনে করতেন না।
বিষয়বস্তু:
তাঁর কবিতার বিষয়বস্তু হলো প্রেম, প্রকৃতি, মানব জীবন এবং আধ্যাত্মিকতা।
ভাষা ও ছন্দ:
শংকর ব্রহ্মের কবিতার ভাষা সহজ ও স্বাভাবিক এবং ছন্দের ব্যবহারও সাবলীল।
অন্যান্য বৈশিষ্ট্য:
তাঁর কবিতায় জীবনের বিভিন্ন দিক যেমন আনন্দ, দুঃখ, প্রেম, বিরহ, আশা ও হতাশাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
শংকর ব্রহ্মের কবিতার আরও বৈশিষ্ট্য হলো, তিনি অল্প কথায় গভীর ভাব প্রকাশ করতে ভালোবাসেন, তাঁর কবিতায় জীবনের বিভিন্ন দিক যেমন – প্রেম, বিরহ, আনন্দ, দুঃখ, হতাশা, প্রতিবাদ, নৈতিক অবক্ষয় ইত্যাদি বিষয় স্থান পেয়েছে।
অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশ:
শংকর ব্রহ্মের কবিতাগুলি সাধারণত ছোট এবং সংহত, যেখানে অল্প শব্দে তিনি জীবনের গভীর অনুভূতি প্রকাশ করতে সক্ষম হয়েছেন।
প্রেম ও বিরহ:
তাঁর কবিতায় প্রেমের গভীরতা ও বিরহের বেদনার প্রকাশ বিশেষভাবে উল্লেখযোগ্য।
জীবন ও সমাজের প্রতিচ্ছবি:
তাঁর কবিতায় জীবনের বিভিন্ন দিক, যেমন – আনন্দ, দুঃখ, আশা, হতাশা, সমাজের প্রতিচ্ছবি ধরা পড়েছে।
আধুনিকতা:
শংকর ব্রহ্মের কবিতায় আধুনিক জীবনবোধ ও চিন্তাধারা প্রতিফলিত হয়েছে।
গল্প ও কবিতার মিশ্রণ:
তাঁর কবিতায় গল্পের মতো প্লট ও চাতুর্যপূর্ণ ভাষার ব্যবহার দেখা যায়।
মনস্তাত্ত্বিক বিষয়:
শংকর ব্রহ্মের কবিতায় মনস্তাত্ত্বিক বিষয় ও মানবিক সংকটগুলি বিশেষভাবে স্থান পেয়েছে।

লেখকের সৃষ্টি

আবিষ্কার || Sankar Brahma
আবিষ্কার চালুনির ভিতর দিয়ে গুঁড়ো পড়ছে,তেমনি কুয়াশা রোদ্দুরে চিকচিক করছে

বীর পুরুষ || Sankar Brahma
বীর পুরুষ [ একটি বিয়েবাড়ির সুদৃশ্য প্যান্ডেলের পিছনের দিকে, যেখানে

আলবার্তো মোরাভিয়া || Sankar Brahma
আলবার্তো মোরাভিয়া আলবার্তো মোরাভিয়া ( ইতালীয়: [alˈbɛrto moˈraːvja] ; জন্মগত

আমেরিকান ঔপন্যাসিক হেনরি ভ্যালেন্টাইন মিলার || Sankar Brahma
আমেরিকান ঔপন্যাসিক হেনরি ভ্যালেন্টাইন মিলার হেনরি ভ্যালেন্টাইন মিলার (Henry Valentine

জঁ-পল সার্ত্র || Sankar Brahma
জঁ-পল সার্ত্র (ফরাসি: Jean-Paul Sartre) জঁ-পল সার্ত্র (ফরাসি: Jean-Paul Sartre)

মার্কিন লেখক অ্যালেক্স হেলি || Sankar Brahma
মার্কিন লেখক অ্যালেক্স হেলি আলেকজান্ডার মারে পামার হ্যালি একজন আমেরিকান

বিতর্কিত উপন্যাসিক ভ্লাদিমির || Sankar Brahma
বিতর্কিত উপন্যাসিক ভ্লাদিমির ভ্লাদিমিরভিচ নাবকফ ভ্লাদিমির নাবোকভ (Владимир Владимирович Набоков)

মার্কিন নাট্যকার আর্থার অ্যাশার মিলার || Sankar Brahma
মার্কিন নাট্যকার আর্থার অ্যাশার মিলার আর্থার অ্যাশার মিলার একজন মার্কিন

সোনালী সেই দিনের কথা || Sankar Brahma
সোনালী সেই দিনের কথা (৪). ফরাসী কবি মালার্মে বলেছেন ,‘কবি

আমার বন্ধু গল্পকার অমর মিত্র || Sankar Brahma
ও হেনরী পুরস্কার বিজয়ী একমাত্র ভাতীয় লেখক আমার বন্ধু গল্পকার

যে কোন জন্মই || Sankar Brahma
যে কোন জন্মই মৃত্যুর দিকে ক্রমশই ঠেলে দেয়,টেনে নিয়ে যায়প্রতিদিন

আন্তর্জাতিক নারী দিবস || Sankar Brahma
একটি দিন নারীর জন্য ছেড়ে দিতেই পারিবাকী সব দিনগুলো তো

নারীকথা || Sankar Brahma
প্রকাশ্যে যাবে না বলা যেইকথা,এই ফাঁকে তাই বলে রাখি,শোন কানে

চড়াইটি || Sankar Brahma
চড়াই চড়াই চড়াইটিকরলো আমার পড়া মাটিনেচে বেড়ায় সামনে এসেযেন আমায়

মেরা দেশ মহান হায় || Sankar Brahma
এই সেই মহান দেশ ভারতবর্ষযেখানে গরীবরা আরও গরীব হয়ধনীরা টাকার

চম্পু কাব্য কাকে বলে || Sankar Brahma
চম্পু কাব্য কাকে বলে? যে সব কাব্যে গদ্য ও পদ্যের

গ্রীষ্মকাল || Sankar Brahma
গ্রীষ্মকাল এলেই আমার খুবকৃষ্ণচূড়া ফুলের কথা মনে পড়েআর মনে পড়েলাল

নতুন বছর আসছে বলে || Sankar Brahma
নতুন বছর আসছে বলে,বুকের ভিতর উঠছে ঢেউনতুন বছর আসছে বলে

সারকথা || Sankar Brahma
বুকের ভিতর ধুকপুকানি সেটাই আসল সার কথাগরম পড়ুক ঠান্ডা নামুক

কবি প্রণাম || Sankar Brahma
তোমার ছবির সামনে দাঁড়ালেবুকটা গর্বে ফুলে ওঠে, মনটা ভরে যায়

রাশিয়ার বিশিষ্ট কবি বরিস পাস্তেরনাক || Sankar Brahma
রাশিয়ার বিশিষ্ট কবি বরিস পাস্তেরনাক বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন বরিস পাস্তেরনাকের জন্ম

ধরণীর দয়া-রাজ ও হিংসুটে বোনেরা || Sankar Brahma
ধরণীর দয়া-রাজ ও হিংসুটে বোনেরা প্রায় দু’শো বছর আগের কথা,

বসন্ত কামড় কিংবা হারানো প্রেম || Sankar Brahma
বসন্ত কামড় কিংবা হারানো প্রেম [ মরমী ব্যথার কত যে

নববর্ষের হাল হকিকৎ || Sankar Brahma
নববর্ষের হাল হকিকৎ বিভিন্ন ঐতিহাসিক বাংলা সনের ইতিহাস সম্পর্কে বিভিন্ন

উপন্যাস-তত্ত্ব || Sankar Brahma
উপন্যাস-তত্ত্ব উপন্যাসের উদ্ভব ——————————— গল্প শোনার আগ্রহ মানুষের অনেক দিনের।

নোবেল পুরস্কার বিজয়ী তিন রুশ সাহিত্যিক || Sankar Brahma
নোবেল পুরস্কার বিজয়ী তিন রুশ সাহিত্যিক ভূমিকা ———–#রুশসাহিত্যেরসংক্ষিপ্ত_পরিচয় রুশ সাহিত্য

নোবেল বিজয়ী ওলগা টোকারকজুক || Sankar Brahma
নোবেল বিজয়ী কবি-সাহিত্যিক ওলগা টোকারজুক (একজন পোলিশ রাজনীতিক এবং বুদ্ধিজীবী)

ইউক্রেনের কবি ইরিনা ভিকিরচাক || Sankar Brahma
ইউক্রেনের কবি ইরিনা ভিকিরচাক (Iryna Vikyrchak) -এর একটি সাক্ষাৎকার [ইরিনা

ল্যাটিন সাহিত্যে নিকানোর পাররার কবিতা || Sankar Brahma
ল্যাটিন সাহিত্যে নিকানোর পাররার কবিতা -2 ১).Ejercicios respiratorios (শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম)

আমেরিকান কবি লুইস গ্লুক || Sankar Brahma
নোবেল বিজেতা আমেরিকান কবি লুইস গ্লুক ১৯৪৩ সালের ২২ এপ্রিল

নির্বাসিত রাশিয়ান কবিগণ ও তাঁদের কথা || Sankar Brahma
নির্বাসিত রাশিয়ান কবিগণ ও তাঁদের কথা নির্বাসিত রাশিয়ান কবির সংখ্যা

শুধু কবিতাই পারে || Sankar Brahma
শুধু কবিতাই পারে রাজনীতি যেখানে কোটি কোটি মানুষকে দুনিয়া থেকে

সোভিয়েত কবি ইভগেনি ইয়েভতুশেঙ্কো || Sankar Brahma
সোভিয়েত কবি ইভগেনি ইয়েভতুশেঙ্কো নিজের মিউজিয়াম তৈরি করে গিয়েছেন কবি।

ইরিনা বোরিসোভনা রাতুশিনস্কায়া || Sankar Brahma
সোভিয়েত কবি ইরিনা বোরিসোভনা রাতুশিনস্কা ইরিনা বোরিসোভনা রাতুশিনস্কায়া (রাশিয়ান বোরোন

পোলিশ কবি চেসোয়াভ মিউশ || Sankar Brahma
চেসোয়াভ মিউশের সাক্ষাৎকার (চেসোয়াভ মিউশের এ-সাক্ষাৎকার নেন রবার্ট ফাগেন। এটি