খোকন সোনা কেবল কাঁদে সারাটা দিন ধরে
একটা ছোট্ট লেজ চাই-ই তার তাই সে কেঁদে মরে।
গরুর কেমন লেজ রয়েছে, ভীষণ লম্বা সেটি
মশা মাছি সব তাড়িয়ে মজায় রাখে যেটি।
শিয়াল ভায়ার লেজটি মোটা, দেখতে ভালো লাগে
বাঘের লেজটি ভরে আছে, ডোরাকাটা দাগে।
গরুর কাছে গিয়ে বলি, তোমার লেজটা পাবো?
গরু বলে লেজ হারিয়ে ডাঁশের কামড় খাবো!
শিয়াল ভায়ার কাছে এবার গেল খোকন সোনা
শিয়াল ভায়া হেসে বলে লেজ’তো একটি গোণা।
লেজটা আমায় খাবার জোগায়, কাঁকড়া ধরি জলে
লেজ হারিয়ে কষ্টে মরি এই তুমি চাও তলে।
খোকন সোনা মনের দুঃখে বাঘের কাছে এলো
বাঘা মামা সবটা শুনে ভীষণ রেগে গেলো।
হালুম করে বাঘটি বলে শোন রে তুই খোকা
সব কিছু নে, লেজ দেবো না, কে তাড়াবে পোকা?