কোটিপতি লক্ষপতি মরিবে কখন?
অহংকার দম্ভ ধরো তুমি ধনবান
বিধাতা পুরুষ লেখে মরণের গান ।
দয়া মায়া কর সবে ভালোবাসা দানে
দানে ধ্যানে পূণ্য করো লোকে তবে মানে।
গরীবের সাথে থাকো শ্রেষ্ঠ লোকে কবে
ধন সম্পদ যে তোমা পিছে পড়ে রবে।
পুঁজি তোমা যত আছে বারো ভূতে খাবে
পঞ্চ ভূতে লীন হবে ভস্ম হয়ে যাবে।
তোমা তরে শোক দুখ পরে রবে পিছে
কাঁদে কেন শুধু শুধু মায়া মোহ মিছে।
ধর্ম কর্ম এই ভবে চিরকাল বাঁচে
নাম যশ খ্যাতি সব বর্তমানে যাঁচে।
মদমত্তে থাকো যদি. ক্ষতি তবে হবে
দাম্ভিকতা বিসর্জনে তোমা ভালো রবে।
মানুষের শেষ রবে কীর্তি মাঝে বেঁচে
অপকর্মে ক্ষতি শুধু মান গেল কেঁচে।
ঠাকুর দেবতা নামে পার করো ত্বরা
চক্ষু বুঁজে যাবে তুমি নিয়ে পূণ্য ঘড়া।