লেখা হবে কাগজেতে, সংবাদ শিরোনামে
লেখা হবে দেওয়ালেতে, লেখা হবে খামেতে ।
স্ট্যাটাসেতে লেখা হবে বড় বড় হরফেতে—-
কাজের বেলায় খোকা বিদেশ সফরেতে।
লেখা হবে কত কথা , তারপর নীরবতা
ইতিহাস হয়ে যাবে — অভিযোগ মানবতা ।
লেখা হবে বাসে ট্রেনে , বামেতে ও ডাইনে
তার পর ছিঁড়ে ফ্যালা ব্যস্ততার আইনে ।
লেখা হবে অভিযোগ ওইখানেই শেষ যার
মানুষের হেঁসেলের– খবর কে রাখে আর !
ভালো আছি ভালো থেকো , মুখে বড় বাতলিং
আসলে কেউ ভালো নেই জেনে রাখো ডার্লিং