লিখতে গিয়ে কলম ভাঙি
উল্টে ফেলি খাতা
নিজেই হেসে কুটোকুটি
নিজের লেখা কথা
তেপান্তরের মাঠ পেড়িয়ে
বিশাল সে এক গাছে
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমী টা
সেথায় সুখে বাঁচে
বললো সবাই সমস্বরে
এতো সবাই জানি
নতুন কি আজ লিখলে বলো
সময় অনেক দামি
রাগ দেখিয়ে, চোখ পাকিয়ে
চড়িয়ে গলার স্বর
চেঁচিয়ে বলি, লেখার কিছু বোঝো নাকি
আহাম্মকের দল
কিন্তু, কী যে বলি, কী যে লিখি
আসছে না আর মনে
মুখের ভিতর কলম দিয়ে
ভাবছি আপন মনে
চিবিয়ে শেষে কলমখানা
জল খেয়েছি যেই
শব্দ পেলাম অনেক গুলো
আমার কলম খানাই নেই
