মেঘের চোখে কান্নার অন্তর্লীন সাগর,
দিগ্বিদিক মুষলধারায় দীর্ঘশ্বাস ঝরে,
মন ভীড় করে আছে চেরাপুঞ্জির আদ্রতা;
অপেক্ষার মনদরিয়ায় কেবলই নীল সাদা আকাশের সামিয়ানা….
যোজন দুরত্বে দাঁড়িয়ে আছে প্রতীক্ষার বারান্দা,
পাওয়া না পাওয়ার নিরালম্ব দিগন্তে ঝরে পড়ে অবসাদ,
বিগত আলাপচারিতার ধূসর প্রান্তর রেশ ধরে রাখে নির্জনে,
ফিরে দেখা চেনা অলিন্দে একান্ত আপন সম্ভারে।
কোথাও কি অবশিষ্ট আছে অনুভূতির রেশ!
অথবা বৃষ্টি শেষের মায়াবী রামধনুর অবশেষ?
ঝরুক অবিরাম রিমঝিম রিমঝিম উষ্ণতা ছুঁয়ে
ভিজে একশা মনের কাঠবেড়ালি দুই হৃদয়ের ভাঁজে।
মেঘের ফাঁকে রোদ্দুর হাসে পশলা থামিয়ে,
মনখারাপের প্রহর সাদা পালকে ভাসে ভালোবাসায় জড়িয়ে।