চোখের মায়ায় ডুবতে পারি
তুলবি টেনে বল্ !
মনের ভিতর মন পেতেছি
হারাবো সম্বল ।
দৃশ্য এলো , দৃশ্য গেলো
আটকে গেলাম কূলে ,
ফুল ফুটিয়ে কোথায় যাবি
রাখবো ফুলের মূলে ।
ভোলা যদি সহজ হতো
বাঁধিস কেন সেতু ?
ইচ্ছে- সুতোয় জড়িয়ে রাখিস্
ঘুড়িতে ধূমকেতু !
বিষাদ চিতায় আনন্দ তুই
জ্বলতে গিয়ে হিম ,
তোর হাসিতে খুলতে পারি
অজানা সিম্ সিম্ ।
রাখিস্ যদি দৃষ্টি- চুমু
অন্তমিলের মতো ,
লিখতে পারি একশো যোজন
তুই হলে সম্মত ।