লাল দুর্গের সোপানে বসে আছে যে বালক
লাল দুর্গের মত সে তেজী হতে পারেনা?
আমি যে তাকে সূর্যমুখী ফুলের কাছে
যাবার রাস্তা শেখাবো বলেছিলাম
সে রাস্তায় ছায়া আছে, শীতলতা নেই
সে রাস্তায় গাছ আছে কিন্তু প্রাকৃতিক শোভা নেই
সে রাস্তায় তাপ আছে কিন্তু অঙ্গার নেই
কিন্তু কাল রাতে তাকে দেখেছি
জ্যোৎস্না মেখে গায়ে হাঁটু মুড়ে নয়ানজুলির পাশে
বসে প্রার্থনায় রত
কার প্রার্থনায়?
পৌরুষ না অধীশ্বর?
লাল দুর্গের বালক লাল দুর্গের মত তেজী হও
গেরুয়া নদীর জলে ভেসে যাওয়া সব লাশ জড়ো
করে
আগুন জ্বালালে
আলোকিত পাখি হয়ে উড়ে যাবে দুঃস্বপ্নের নগরী।