মানুষের মতোই মেঘ ও মায়া হীন
সা গা পা – রে মা ধা গাইতে গাইতে
হঠাৎ ভাবলাম
ঝারবাতির প্রেমে পড়লেও
সবসময় তা ভালোলাগে না
কখনো কখোনো অন্ধকারও খুব
ভালো লাগে
অপেক্ষা গুলোর জামার রঙ পাল্টে ফেলি
যাতে মনে না হয় হেরে যাচ্ছি
কিন্তু বোতাম খোলা রাখি
এক কাপ কড়া চা খেতে ইচ্ছে করছে
ঝুম বৃষ্টি নামলেই…