খিদে ভুত না প্রেতনি
জাত,ধর্ম,অছুত কিছু মানে না
একই লাইনে দাড়িয়ে
অর্ধেক নগ্ন,হাতে ফিতে কাটা
চপ্পল
চটের আসান,ছেঁড়া থলিতে
এনামেলের জামবাটি, আর রবিঠাকুর
পেট ভরতো না
মা বলতেন তুই খেয়ে নে
আমাদের উপবাস
দারিদ্র্যতা মেলার মত ভিড়
একটি কুকুর ছিল,কুড়িয়ে নিয়ে আসতাম
কুকুর টা খেতো না,আমি খেয়ে নিতাম
আজ বুঝি প্রতিদিন উপবাস
কান্না,কষ্টকে কাঠ খোলাতে রান্না করে খাওয়া,বেঁচে থাকা
লাপসি খিদের পরামান্ন