কোমড় বেঁধে নাচতে নেমে ,
উঠলে কেনো হটাত থেমে ?
এই সেদিনও উতল হাওয়া ,
ভালোবাসার আগুন চাওয়া।
আপন মনে ফাগুন বনে ,
নিটোল প্রেমের গান গাওয়া ।
গভীর আঁধার মধ্য রাতে ,
হোয়াটসঅ্যাপে তুফান ছোটে
আজ কে কেনো শ্মশান ভূমি
কোন মউল বনে সরলে তুমি !
ভাবনা আসে ,হটাত্ থামি ,
হাসেন বোধ হয় অন্তর্যামী ।
বিশ্বস্ততা ঠুকরে ফেলে ,
কোথায় হটাত হারিয়ে গেলে?
নতুন বুঝি কাউকে পেলে !
ভাঙ্গা-গড়ার তাই সাক্ষী হলে ।
কি বুঝলে ,কে বোঝালো
নিজেই জানো,কি যে হলো।
চুপিসাড়ে নেট তো খোলো,
সম্পর্ক মাঝে পাঁচিল তোলো!