সরস্বতীর ভাসানে তুমি চলে গেলে
তারা সব বলেছিল এক নৌকায় পাল তুলে।
কে বলেছে ভাসানে গিয়েছো তুমি?
সূর্য অস্ত যায়, তা বলে কি সত্যিই সূর্য অস্তে বসে?
তার রেশ টুকু বুঝে নিতে চায়।
আবার সময় হলে সূর্য ফিরে আসে
প্রতিদিন সকালে
নাকি সকাল হয় সূর্যের আগমনে ?
তুমিও ভাসানে গেলে সরস্বতীর সাথে
চিরদিন অবহেলে।
যেমন সূর্য পাটে বসে।
বহুদিন হলো তারারা শোনেনি তোমার গান ,
প্রকৃতি চক্রে এখন তোমার তারাদের মাঝে হলো স্থান।
প্রকৃতিও ভুলে গিয়েছিল সুর,
তাই ফিরিয়ে নিলো সংগীতের সুর সুমধুর।
তবুও তুমি যা রেখে গেলে চিরকেলে সেই সুর,
পাখিরাও এবারে তৈরি করবে তোমার সুমধুর সুর।
একটা প্রণাম দিতে চেয়েছিলাম
কিন্তু পাহাড়ের চূড়াটা এতই উঁচু
আমার প্রণাম কোথাও তুষার হয়ে ঝরে পড়ে পৃথিবীর বুকে।
কোথাও বা নিক্ষেপ হয় সমুদ্র অতলে।
তুমি চলে গেলে পোশাক পাল্টাতে।
তোমার আত্মারা এখনো সারা পৃথিবীতে ঘুরে ফেরে।
তুমি আছো আমাদের সবাকার সাথে এই মর্ত্যে চির ধুলার মাঝে।
তুমি কি এখন অদেখা অচেনা জগতে নতুন সুরের তালে কণ্ঠবীনা বাজাবে ?
একটা প্রণাম নিও।
অত উঁচুতে থেকে নয়,
তুমিতো অনেক আগেই হৃদয় করেছো জয়।