লক্ষ্যভেদে এবারো বিমুখ হল পার্থ !
একে একে বাধাগুলো তাণ্ডব নৃত্যে
অক্ষম পথিকের বুকে তবুও বাজে জয়ঢাক !
বিনা যুদ্ধে ছাড়বই না সূচাগ্র মেদিনী !
জানি জানি, চলার পথে আসুক হাজার বাঁক |
ব্যর্থতাকেই অতএব মানি সাতনরী হার !
ওখানেই একরোখা মনোবলে কারা যেন
মেলে ধরে ফুসমন্তরের ঝাঁপি ?
বেশ বেশ শাঁসালো মনোহরা জেগে ওঠার ডাক !
দিব্য খুলে যাওয়া চোখের সুগভীরে
এবার আবার দাঁড়ায় হেসে সাফল্য-গোলাপী |
ডুব ডুব চেতনার তরল-প্রদেশ জুড়ে
কাকে নিয়ে আমি থাকতে পারি দিন-রাত ?
এখন আরোও নিমগ্নতায় ভেসে ওঠো সব্যসাচী!
চাকার আড়ালে মীনের নয়ন-তারা বুঝি হাঁকে,
‘আয়! আয়! আয়! নিশানায় ছুটে আয়!’
সফলতা যে ঘরের বারান্দায় করছে পায়চারী-
নিঃস্তব্ধ পদশব্দে আমার টনকও হচ্ছে ভারী |
আগ্রহ অগ্রে রেখে সোজা রাখি শিরদাঁড়া,
লক্ষ্যে তখন উল্লাসের জয়ডঙ্কা বাজছে রে,
অর্জুনও মরীয়া, নয়কো হতবাক্!
জয়মাল্য দুলছে দুলছে দুলছে সামনের রাজপথে,
অবিচল ভাবখানায় নেই সামান্যতম ফাঁক।