লংকায় এখন ঘটছে রোজ-ই
কেমন লংকা-কান্ড,
বোঝেনি প্রজারা এতদিন রাজা
লুটেছে মধুভান্ড!
বোঝেনি প্রজারা দেশটাকে রাজা
বানিয়ে দেউলিয়া,
বিক্রি করেছে কোটিপতি-কাছে
কোটি কোটি নিয়া।
জ্বলছে আগুন চাল-ডাল-তেলে
আগুন জ্বলে গ্যাসে,
জ্বলছে আগুন হাট-বাজারে
জ্বলে আগুন ক্যাশে।
রাজা হ্যায় তো মুমকিন হ্যায়
ছিল যাদের আস্থা,
সর্বস্ব হারিয়ে এখন তাদের
বাঁচার নেই আর রাস্তা!
প্রজার রোষে জ্বলছে আগুন
আগুন প্রজার পেটে,
পালিয়েছে রাজা বাঁচতে যে তাই
ভয়ে পড়েছে কেটে।
সময় থাকতে বোঝে না যারা
রাজার দুষ্টু-মতি,
সে দেশের হয় এমন যে দশা
এমন অধোগতি!