কেন তবে এলে ,
যদি যাবেই এভাবে চলে !
হিম শীতল নীরবতার
পাদ তলে !
বড়ো চেনা ,এই হৃদয় অলিন্দের
পথ ভুলে !!
এসে ছিলেম একান্তে
দুজনে ,সুজনে,
বাধার পাহাড় ঠেলে ।
ভালোবাসার শিকড় মেলে ,
তবু চলে গেলে !!
আজ যখন রোপিত চারাগাছ
ডাল পালা মেলছিলো মনে,
কি মজা পেলে তা উত্পাটনে !
বুঝি আমি ,খুব ভালোবাসো
আজও ,
তোমার ই মহত্বে শেখা ,
মানুষের সেবা ,দয়া মায়া,কাজও ।
মাঝির নৌকা হয়ে
বাধা পড়েছিলে ঘাটে ,
প্রেমাতুর মন উদ্বেল হতো
সূর্য পাটে ।
জলপাই রঙয়ের তোমার সুন্দর
সেই শাড়ি ,
কি করে ভুলি
সোহাগ মাখানো ঝগড়া আরি !
ধীর্ঘ স্বপ্নালু পথ হাঁটা ,
ভরসার হাত ধরাধরি ,
সহজে কি যায় ভোলা
না কেউ ভুলতে পারি !
মন নাড়া দেয়, নির্ভেজাল
খুনসুটি ,
আকাশের বুক চিরে,মেঘ বালিকার
রামধন, আঁকি বুঁকি ,
রোজই খুঁজি, খুঁজবোও
সেই ভরসার উঁকি ঝুঁকি ।
অস্তগামী সূর্য্যের লাল
আবির পরশ গায়ে মেখে ,
আদুরে আকাশ
শরীরী উত্তাপ খোঁজে আজো ।
মন বলে ,তুমি আছো ,থাকবে
এভাবেই মোর অলিন্দে বাঁচো।