তারপরেও খেজুর রসে ডুব দেয় শীতের সকাল
রোদ দুপুরে মাতাল ঘুমে প্রিয় পান্তা পাতা
আম্রপালীর যুবতী মেদের প্রেমে নত লাল মদ
প্রবাসী মেঘের দল মনের মিলনযোগে
ঝরে পড়ে আটচালা সুখে
নির্জন শেকড় শোক
সময়ের শান্ত শ্বাসে বসন্তের আনন্দ মুকুল ।
চিত্রকল্পগুলো পাম্প বন্ধ হয়ে যাওয়া হৃৎপিন্ডের
উপর দিয়ে বয়ে বয়ে বীজবানে নীল ছায়ানদী ।
আসলে , কথকের মুখ আর বলার ভঙ্গি বদলায় ,
বদলায় না মানবের বন্ধু গুরু চিকিৎসক
দরকারি ভুলোমনের প্রতিভা ।