বিষাদ পোকা বাসা বাঁধে মনে
এক আলমারি পোশাক ন ভীষণ তৃষ্ণার্ত
একটু রোদ চা’য়ের সাথে
দু চামচ পাখির কিচিরমিচির মিশিয়ে
পান করে দেখব কি হয়
দেখব তোমার চোখ
আবার আমার দিকে ফেরে কিনা
উবে যাওয়া লেখা গুলো
ছুটে এসে পর পর বসে যাবে-
যে যেমন ছিল
দৃশ্য স্পষ্ট হবে
আগুন গোলাপ
এবার শুধু ড্রয়ার খুলে
হাসি বের করব
অনেক ছুটি হল
এবার ডিউটি জয়েন করুন
মহাশয়া