আসছে বসন্ত,যৌবন ভরন্ত,দুরন্ত গতি-
দিগন্তে জাগে,প্রেমসুধা মাগে,জানায় প্রণতি।
ক্লান্ত জীবন,নাই কোন রমন, মুখোশে ভরা,
হা-অন্ন,কোথায় নবান্ন, দীর্ণ,কীর্ণ এই ধরা।
শোষণ,মাত্রাহীন ত্রাসন,ধুঁকছি বঞ্চনাতে
কাঁদছি বসে,কি দোষে, মারছে কেন পেটেভাতে?
অবেলায়,রয়েছে হেলায়,আঁখি মুদে ধরনী
হারায়ে রুজি,জীবিকা খুঁজি,দুঃখের সরনী।
কেমনে রবো,কত সবো, এ দুঃখের পাঁচালি
পার করো,দুঃখ হোর, কোথা তুমি বনমালী ?