সূর্যমুখী মুখটি তোলো
সূর্যের দিকে চেয়ে,
হলুদ পাপড়ি. মেলে দিলে
রূপের ঢঙে মেয়ে।
হাসো তুমি খিলখিলিয়ে
অর্ক দ্যুতির সাথে,
রাতে তুমি নুইয়ে পড়ো
সূর্য নেই যে মাথে।
তৈলবীজে ভরপুর মেয়ে
গোলাকৃতি মাঝে,
শুঁয়ো পোকা দেখতে পাবে
সকাল বিকাল সাঁঝে ।
যত্ন তোমার নিতে হবে
পোকা দূরে রবে,
দানা গুলো শুকাও রোদে
কলে ভাঙতে হবে।
মৌমাছিরা ওড়ে কেবল
তোমার চারি পাশে,
পরাগ মিলন করবে ভাবে
বসে খানিক আশে।